জামালপুরে সরিষাবাড়ীতে বিলের মাছ ধরাকে কেন্দ্র করে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে দলটির ইউনিয়ন কমিটির সকল কর্মকান্ড স্থগিত করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল কবির শামীম তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে নেতাকর্মীদের উদ্দেশ্যে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকালে সরিষাবাড়ি উপজেলা বিএনপির কার্যালয়ে এক জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী মহাদান ইউনিয়নের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি এবং সাংগঠনিক কর্মকাণ্ড স্থগিত করা হলো। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।