মাদারীপুরের ডাসার উপজেলায় জসিম বেপারী নামের এক শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক এবং শিক্ষার্থীরা। রবিবার দুপুরে মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। গ্রেপ্তার জসিম সৈয়দ আলী সরকারী প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক। তিনি বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক পরিষদের সিনিয়র সহ-সভাপতি।
জানা গেছে, মোবাইল ফোনের গ্যালারিতে নতুন উপদেষ্টা নিয়োগ সংক্রান্ত একটি গেজেটের ভুয়া কপি পাওয়ায় জসিম ব্যাপারীকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এই ঘটনায় জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পরিবার ও শিক্ষকরা জানায়, দীর্ঘদিন ধরে তিনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের গ্রেড উন্নতিকরণ নিয়ে আন্দোলন করছেন। এ কারণে তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে।
পুলিশ জানায়, জননিরাপত্তা বিনষ্ট এবং সার্বভৌমত্ব নষ্টের অভিযোগে জসিম ব্যাপারীকে গত ১৩ মার্চ রাতে গ্রেপ্তার করা হয়েছে। পরে এসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেন। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গত ১৪ মার্চ আদালতে তোলা হয়। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।