মাদারীপুরে আওয়ামীলীগ পন্থীদের নিয়ে পৌর শ্রমিক দলের কমিটি গঠন করা দ্বন্দ্বে সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি শাকিল মুন্সী নিহত হয়েছে। রবিবার রাত আটটার দিকে হামলার ঘটনা ঘটে।
জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হেমায়েত হোসেন বলেন, সম্প্রতি মাদারীপুর পৌর শ্রমিকদলের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে লিটন হাওলাদারকে সভাপতি, সেলিম রেজাকে সাধারণ সম্পাদক ও আরিফ হাওলাদারকে সাংগঠনিক সম্পাদক করা হয়। যা সম্পূর্ণ আওয়ামীপন্থিদের নিয়ে গড়া এই কমিটি।
তিনি বলেন, টাকার বিনিময়ে এই কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনার জেরে আজ রাত ৮টার দিকে বিসিকে শাকিল মুন্সি সভা করতে যায়। তখন তাদের ওপর প্রতিপক্ষের লোকজন হামলা করেন। এতে শাকিল মুন্সি গুরুতর আহত হন। পরে মাদারীপুর সদর হাসপাতালে রাত ১১টার দিকে তিনি মারা যান।