ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প আউট সোর্সিংয়ে নেয়ার প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে ডিসি অফিসের সামনে এ মানববন্ধনের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক কেয়ারটেকার ঐক্য পরিষদ। এতে অংশ নেন প্রকল্পটির নারী ও পুরুষ কর্মকর্তা-কর্মচারীরা। সমাবেশে বক্তব্য রাখেন ঐক্য পরিষদের সভাপতি জিয়াউর রহমান, সহসভাপতি নুরে আলম সিদ্দিকি, রেজিনা বেগম, একরামুল হক, রেজাউল ইসলাম, সাইফুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ৯০ ভাগ মুসলমানের দেশে প্রান্তিক পর্যায়ে কোরআন শিক্ষা, বাল্যবিবাহ, সন্ত্রাসবাদ এবং সকল হিংসাত্মক কর্মকাণ্ড প্রতিরোধে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে ইসলামিক স্কলাররা কাজ করে যাচ্ছেন। কিন্তু ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদিরা প্রকল্পটি আউটসোর্সিংয়ে নেয়ার মাধ্যমে বাংলাদেশের এক লাখ আলেম-ওলামাকে সরকারের বিপক্ষে দাঁড় করানোর চেষ্টা করছেন।