আইপিএলে এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে রাজস্থানকে ৪৪রানে হারিয়ে জয় দিয়ে আসর শুরু করল হায়দ্রাবাদ। রবিবার রাজীব গান্ধী স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে হায়দ্রাবাদ। শুরু থেকে আগ্রাসি ব্যাটিং চালিয়েছে অভিষেক শর্মা, হেড, কিষান, ক্লাসেনরা। এবারের আসরে হায়দ্রাবাদকে নেতৃত্বে কামিন্স।
ইশান কিশান মাত্র ৪৭ বলে ১০৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। হেড ৩১ বলে ৬৭, ক্লাসেন ১৪ বলে ৩৪ এবং নিতিশ কুমার রেড্ডি ১৫ বলে ৩০ রান করেন। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২৮৬ রান তোলে হায়দরাবাদ, যা আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
২৮৭ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস শুরুতেই ধাক্কা খায়। ২৪ রানের মধ্যে দুই উইকেট হারানোর পর, ৫০ রানে পতন হয় তৃতীয় উইকেটের। তবে সঞ্জু স্যামসন ও ধ্রুব জুরেল চতুর্থ উইকেটে ১০১ রানের জুটি গড়ে রাজস্থানকে খেলায় ফেরান। কিন্তু ১৬১ রানের মাথায় দুজনেই আউট হয়ে গেলে ফের বিপদে পড়ে দলটি।
তারপরে ম্যাচে আর ফিরতে পারেনি রাজস্থান। শেষ দিকে হেটেমায়ার ও শিবাম দুবের রান কেবল হাড়ের ব্যবধানী কমাতে পেরেছে। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ২৪২ রানেই থেমে যায় রাজস্থানের ইনিংস।স্যামসন ৩৭ বলে ৬৬, জুরেল ৩৫ বলে ৭০ রান করেন। শেষদিকে শিমরন হেটমায়ার ২৩ বলে ৪২ রান ও শিবম দুবে ১১ বলে ৩৪ রান