পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি জেলা আদালতের বাইরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত এবং আরেকজন গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার দেশটির ইসলামাবাদ পুলিশ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক পোস্টে জানিয়েছে, আদালতের বাইরে গুলির ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটেছে। পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে অবস্থান করছেন
প্রাথমিক তদন্ত অনুযায়ী পুলিশ বলছে, ব্যক্তিগত শত্রুতার কারণে ঘটনাটি ঘটেছে। এর বিস্তারিত তদন্তে কাজ করছে তারা। একইসঙ্গে পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের গ্রেপ্তারে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।