বৈষম্যবিরধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মারধরের অভিযোগে গণধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুসহ চার নেতার বিরুদ্ধে খুলনা সদর থানায় মামলা হয়েছে। এছাড়া জাতীয় নাগরিক পার্টির নেতাকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগে গণধিকার পরিষদের চার নেতার বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। সোমবার রাতে বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগর যুগ্ম আহ্বায়ক নাঈম হাওলাদার বাদী হয়ে একটি এবং জেলা কমিটির সদস্য ও জাতীয় নাগরিক পার্টির শেখ সাকিব আহমেদ বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন।
মামলার অন্য আসামিরা হলেন- নুরুল হক নূর, গণঅধিকার পরিষদের খুলনা মহানগর কমিটির সাধারণ সম্পাদক এসকে রাশেদ, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. জনি ও তাইজুল ইসলাম, গণঅধিকার পরিষদের মহানগর সাংগঠনিক সম্পাদক আজিজ শেখ রুবেল ও হিরোন।
নাঈম হাওলাদারের মামলায় গত ১৮ মার্চ নগরীর শান্তিধাম মোড়ে পঞ্চবিথী ক্লাবের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১০/১২ জন নেতাকর্মীকে মারধরের অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে শেখ সাকিব আহমেদের মামলায় তাকে মারধর ও জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিলের ৪ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ করা হয়েছে।