ফিলিস্তিনের গাজায় একটি হাসপাতালে হামলা চালিয়ে হামাসের জ্যৈষ্ঠ এক নেতাকে হত্যা করেছে ইসরায়েল। রবিবার সন্ধ্যায় বিমান হামলা চালায় দখলদার বাহিনী। এতে হামাসের অর্থ বিষয়ক প্রদান ইসমাইল বারহুম ও তার এক সহযোগী নিহত হয়েছে। হামাসের এক কর্মকর্তা বিবিসি কে বলেছে গাজার খান ইউনিসের প্রধান চিকিৎসা কেন্দ্র নাসির হাসপাতালে ইসরাইলের চালানো বিমান হামলায় ইসমাইল নিহত হন।
ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, বিস্তৃত পরিসরে সংগ্রহ করা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা হাসপাতাল প্রাঙ্গণের ভেতরে কার্যক্রম চালানো একজন গুরুত্বপূর্ণ হামাস সদস্যকে নিশানা করে হামলা চালিয়েছে। ক্ষয়ক্ষতি কমাতে তারা নির্ভুলভাবে হামলা চালাতে সক্ষম, এমন অস্ত্র ব্যবহার করা হয়েছে বলেও দাবি করেছে।