প্রথমবারের মতো চট্রগ্রাম সন্দীপ রুটে চালু হলো ফেরি সার্ভিস। সোমবার সকালে কপোতাক্ষ নামের এই ফেরির উদ্বোধন করেন নৌ পরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন।
এসময় তার সাথে ছিলেন, সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাওজুল কবির খান, পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই আজম, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার।
সংশ্লিষ্টরা জানান, চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাট থেকে সদ্বীপের গুপ্তছড়া ঘাট পর্যন্ত দিনে দু’বার চলাচল করবে এই ফেরি। যেতে সময় লাগবে প্রায় সোয়া এক ঘণ্টা। পারাপারে যাত্রী প্রতি ভাড়া ১০০ টাকা। ফেরিতে যানবাহন ধারণক্ষমতা ২৪টি। ক্যাটাগরি ভেদে ভাড়াও ভিন্ন।