জুলাই গণহত্যার মামলায় সাবেক আইজিপি শহিদুল হক সহ ৬ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেয়া হয়েছে। সোমবার তাদের আদালতে হাজির করা হয়। অন্যান্য আসামিরা হলেন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি সাবেক কমিশনার মোঃ আসাদুজ্জামান মিয়া এবং ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার ডিসি মোঃ জসিম উদ্দিন মোল্লা।
রাজধানীর কল্যাণপুরে জাহাজ বিল্ডিং নামের একটি বাসায় ২০১৬ সালে কথিত জঙ্গি আস্তানায় অভিযানের নামে ৯ জনকে হত্যার ঘটনায় করা মামলায় সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিঞাসহ ৩ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এছাড়া, জুলাই আন্দোলনের সময় রামপুরায় নির্মানাধীন ভবনের কার্নিশে ঝুলন্ত যুবককে দফায় দফায় গুলির ঘটনায় এসি রাজন কুমারসহ ২ জনকে নেয়া হয়েছে ট্রাইব্যুনালে। একই সময় গাবতলী এলাকায় গণহত্যার ঘটনায় এসি এস এম ময়নুল ইসলামকেও সকাল সাড়ে ৯টায় হাজির করা হয়।