রমজানের পবিত্রতা এবং আধ্যাত্মিকথা যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছাচ্ছে তখন সৌদি আরবের মক্কার গ্র্যান্ড মসজিদে মুসল্লির সংখ্যা রেকর্ড পরিমাণ বাড়ছে। রমজানের ২২ তম দিন থেকে ২৩ তম রাত পর্যন্ত ৩০ লাখেরও বেশি মুসল্লি একত্রিত হয়ে নামাজ আদায় করেছে। যা এই মৌসুমের অন্যতম বৃহৎ সমাবেশ বলে মনে করা হচ্ছে।
কিং আবদুল আজিজ গেট দিয়ে সর্বাধিক ২ লাখ ৩৫ হাজার ৮০০ ওমরাহ পালনকারী প্রবেশ করেছেন, যা অন্য সব প্রবেশদ্বারের তুলনায় সর্বোচ্চ। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ প্রবেশদ্বারগুলোতে উল্লেখযোগ্য সংখ্যক মুসল্লির সমাগম হয়। কিং ফাহদ গেটে ১,৭২,৭০০ মুসল্লি, বাব আল-ওমরাহ গেটে ১,১১,৪০০ মুসল্লি, বাব আল-হুদাইবিয়া গেটে ৬৯,৬০০ মুসল্লি এবং বাব আল-সালাম গেট দিয়ে ৩২,৩০০ মুসল্লি ভেতরে ঢুকেন।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় মুসল্লিদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে উন্নত ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা ও ডিজিটাল পর্যবেক্ষণ প্রযুক্তি ব্যবহার করছে। এতে মসজিদের বিশাল পরিসরে চলাচল সহজ এবং সুশৃঙ্খল রাখা সম্ভব হচ্ছে।