হাজার হাজার বিক্ষোভকারীদের বিক্ষোভে রণক্ষেত্রে পরিণত হয়েছে তুরস্ক। প্রেসিডেন্ট এরদোগানের প্রধান প্রতিদ্বন্দ্বী ইমামুলকে আনুষ্ঠানিকভাবে দুর্নীতির দায়ে গ্রেফতার করায় তুরস্ক জুড়ে এর প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছে অন্তত দশ হাজার বিক্ষোভকারী।
তাকে গেপ্তারের ফলে রোববার রাতে তুরস্কে গত এক দশকের মধ্যে ভয়াবহ বিক্ষোভ হয়। এ বিক্ষোভ দমনে পুলিশ বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস এবং রাবার বুলেট নিক্ষেপ করে।
ইমামোগলু বলেছেন, রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ায় তাকে উদ্দেশ্য প্রোণোদিতভাবে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ তাকে রিমান্ডে নেয়ার আগে এক্স পোস্টে তিনে বলেন, ‘আমি মাথা নত করব না’।
এরদোগান বিক্ষোভকারীদের এমন কর্মকাণ্ডের নিন্দা প্রকাশ করেছেন। তিনি বলেন, দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে এবং জনগণের মাঝে ঐক্য বিনষ্ট করতে সিএইচপির নেতারা এ কাজ করছেন।
রোববার সন্ধ্যা থেকেই ইস্তাম্বুলের সিটি হলে বিক্ষোভকারীরা জড়ো হতে থাকে। টানা পাঁচদিন তারা সেখানে বিক্ষোভ করে যাচ্ছে। বিক্ষোভের সময় বিক্ষোভকারীরা দাঙ্গা পুলিশের সামনে তুরস্কের পতাকা উড়িয়ে বিভিন্ন স্লোগান দেয়। এক পর্যায়ে বিক্ষোভকারীদের ওপর জলকামান নিক্ষেপের পাশাপাশি পিপার স্প্রে করা হয়।