শিরোনাম:
কুড়িগ্রামে আওয়ামীলীগের ৩১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ কক্সবাজারে দোকানের ভাড়া চাওয়া কেন্দ্র করে ভাড়াটিয়ার আঘাতে মালিকের মৃত্যু নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল চেয়েছে হেফাজতে ইসলাম নির্বাচন দেরি হলে দেশে ফ্যাসিবাদীদের ষড়যন্ত্র সৃষ্টি হবে বলে মনে করেন গণআধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ইস্তাম্বুলে ফিলিস্তিন পন্থী বিক্ষোভে পুলিশের সাথে সংঘর্ষ যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলায় ইয়েমেনে তিনজনের মৃত্যু ছিনিয়ে নেয়া তিন নৌকা ফিরিয়ে দিয়েছে বিএসএফ কৃষকের অধিকার আদায়ের ১০ দফা দাবিতে লংমার্চ করছে কৃষক ঐক্য পরিষদ চরভদ্রাসনে পদ্মার ঘাট দখলে নিতে মরিয়া বিএনপি নেতা ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০২:২৬ অপরাহ্ন

সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধি দল বৈঠক করেছে

প্রতিনিধির / ৩১ বার
আপডেট : সোমবার, ২৪ মার্চ, ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় শান্তি আলোচনার অংশ হিসেবে সৌদি আরবে বৈঠক করেছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধি দল। ইউক্রেনের প্রতিনিধি দলের নেতৃত্বে দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ। তিনি বলেন, রোববার রাতেই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে কার্যকরী আলোচনা অনুষ্ঠিত হয়েছে। খবর আল জাজিরা

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কি টেলিভিশনে দেয়া এক ভাষণে বলেন, আমাদের প্রতিনিধি দল সম্পূর্ণ দায়িত্বশীল আচারণ করছে। আলোচনা ফলপ্রসূ করতে প্রতিনিধি দল কাজ করছে। আজকে আমরা আমাদের অংশীজনের কাছে যাই বলি না কেন, প্রকৃতপক্ষে এ যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেই নির্দেশ দিতে হবে। যে যুদ্ধ শুরু করেছে তাকেই এটি বন্ধ করতে হবে।

উমেরভ বলেন, মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় জ্বালানি স্থাপনাসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো হামলা থেকে রক্ষার বিষয়ে কথা হয়েছে। তবে আংশিক যুদ্ধবিরতি কিসের আওতায় থাকবে, তা নিয়ে মস্কো ও কিয়েভের মধ্যে মতবিরোধ রয়েছে।

ইউক্রেনের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার আগে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি দলের প্রধান স্টিভ উইটকফ ফক্স নিউজকে বলেন, তিনি বিশ্বাস করেন পুতিন শান্তি চায়। তিনি আরও বলেন, ‘আমি মনে করি না তিনি (পুতিন) পুরো ইউরোপ দখল করতে চান।’

এদিকে আজ সোমবার রিয়াদে বৈঠকে বসবে রাশিয়া ও মার্কিন প্রতিনিধি দল। তবে বৈঠকের আগেই ইউক্রেনে রাতভর ড্রোন হামলা চালিয়েছে মস্কো। এতে সাতজন নিহত হয়েছে। এ ঘটনার পরই জেলেনস্কি তার পশ্চিমা মিত্রদেরকে মস্কোর ওপর চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ