মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় শান্তি আলোচনার অংশ হিসেবে সৌদি আরবে বৈঠক করেছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধি দল। ইউক্রেনের প্রতিনিধি দলের নেতৃত্বে দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ। তিনি বলেন, রোববার রাতেই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে কার্যকরী আলোচনা অনুষ্ঠিত হয়েছে। খবর আল জাজিরা
এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কি টেলিভিশনে দেয়া এক ভাষণে বলেন, আমাদের প্রতিনিধি দল সম্পূর্ণ দায়িত্বশীল আচারণ করছে। আলোচনা ফলপ্রসূ করতে প্রতিনিধি দল কাজ করছে। আজকে আমরা আমাদের অংশীজনের কাছে যাই বলি না কেন, প্রকৃতপক্ষে এ যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেই নির্দেশ দিতে হবে। যে যুদ্ধ শুরু করেছে তাকেই এটি বন্ধ করতে হবে।
উমেরভ বলেন, মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় জ্বালানি স্থাপনাসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো হামলা থেকে রক্ষার বিষয়ে কথা হয়েছে। তবে আংশিক যুদ্ধবিরতি কিসের আওতায় থাকবে, তা নিয়ে মস্কো ও কিয়েভের মধ্যে মতবিরোধ রয়েছে।
ইউক্রেনের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার আগে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি দলের প্রধান স্টিভ উইটকফ ফক্স নিউজকে বলেন, তিনি বিশ্বাস করেন পুতিন শান্তি চায়। তিনি আরও বলেন, ‘আমি মনে করি না তিনি (পুতিন) পুরো ইউরোপ দখল করতে চান।’
এদিকে আজ সোমবার রিয়াদে বৈঠকে বসবে রাশিয়া ও মার্কিন প্রতিনিধি দল। তবে বৈঠকের আগেই ইউক্রেনে রাতভর ড্রোন হামলা চালিয়েছে মস্কো। এতে সাতজন নিহত হয়েছে। এ ঘটনার পরই জেলেনস্কি তার পশ্চিমা মিত্রদেরকে মস্কোর ওপর চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছেন।