জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, ১৫ লাখ ই-রিটার্নের মধ্যে প্রায় ১০ লাখ করদাতার করযোগ্য আয় নেই। অর্থাৎ দুই-তৃতীয়াংশ ই-রিটার্ন দাখিলকারীদের আয় ৩.৫ লাখ টাকা করযোগ্য সীমার নিচে, অথবা তারা শূন্য রিটার্ন দাখিল করেছেন। এই পরিস্থিতি কাগজী রিটার্নের ক্ষেত্রেও একই ছিল।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে অর্থনৈতিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে একটি প্রাক-বাজেট সভায় এ কথা বলেন তিনি। বর্তমান মুদ্রাস্ফীতির চাপ বিবেচনা করে করমুক্ত আয় সীমা ৩.৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ৫ লাখ টাকায় নেয়ার প্রস্তাব করে ইআরএফ ।
এনবিআর চেয়ারম্যান বলেন, ডিজিটাল রিটার্নে রূপান্তর হলেও পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। যদি আমরা করসীমা ৪ লাখ টাকা বা তার বেশি বাড়ানোর কথা ভাবি, তাহলে শূন্য রিটার্ন দাখিলকারীর সংখ্যা আরও ১ লাখ বাড়তে পারে।