এশিয়ান কাপ বাছাইপর্বের ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে রুদ্ধশ্বাস নাটকে জয় পায়নি কেউই।
এদিন ম্যাচের প্রথম মিনিট থেকেই রোমাঞ্চ ছড়াতে শুরু করে। ভারতের গোলরক্ষক বিশাল কৈথের অদ্ভুত এক ভুলে বল চলে আসে বাংলাদেশের ফরোয়ার্ড মজিবুর রহমান জনির সামনে। মাত্র কয়েক গজ দূর থেকে শট নেন তিনি, কিন্তু তীক্ষ্ণ অ্যাঙ্গেল থেকে নেয়া শটটি গিয়ে লাগে সাইডনেটে। মাত্র কয়েক ইঞ্চির ব্যবধানে স্বপ্নভঙ্গ হয় টাইগার ফুটবলারদের।
এরপর প্রথমার্ধের বড় অংশ জুড়ে রাকিব-শাহরিয়ার ইমন-মজিবর রহমান সুযোগ পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি। ভারতও পারেনি গোল দিতে। ৯ মিনিটে শাকিল আহাদ তপুর ক্রসে শাহরিয়ার ইমন মাথা ঘুরিয়ে হেড নিলেও তা পোস্টের দূর দিয়ে যায়। ১২ মিনিটে বাংলাদেশের সামনে আবারও সুযোগ আসে। গোলকিপার বিশাল কাইত ঠিকমতো গোলকিক নিতে পারেননি। সামনে থাকা শাকিলের পিঠে লেগে চলে যায় বক্সের ভেতরে থাকা হৃদয়ের পায়ে। এই মিডফিল্ডার লক্ষ্যে শট নিলেও শুভাশিষ বোস গোল হতে দেননি।
১৮ মিনিটে রাকিবের কাটব্যাকে কেউ শট নিতে পারেননি। এরপর মোরসালিনের ক্রসে শাহরিয়ার ইমন লাফিয়ে উঠে হেড করেন। তবে তা হয় লক্ষ্যভ্রষ্ট। যার কারণে ডেডলক খোলেনি।
২১ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন এই ম্যাচে অধিনায়কত্ব করা তপু বর্মণ। তার জায়গায় নামেন রহমত মিয়া। ফ্রি কিক থেকে লিস্টন কোলাসোর শট হৃদয় হেড দিয়ে ক্লিয়ার করতে গিয়ে আর একটু হলেই নিজেদের পোস্টে জড়িয়ে দিচ্ছিলেন!
২৮ মিনিটে প্রথমবার লক্ষ্যে বল রাখে ভারত। কিন্তু কোলাসোর সহজ-সরল শট মিতুলের তালুবন্দি করতে সমস্যা হয়নি। দুই মিনিট পর ভারত প্রায় গোল পেয়েই যাচ্ছিল। কোলাসোর ক্রসে উদান্তা সিংয়ের হেড গোললাইন থেকে ক্লিয়ার করেন শাকিল। ফিরতি বলে ফারুক চৌধুরীর দুর্বল শট মিতুল তালুবন্দি করেন।