কৃষ্ণ সাগরে জাহাজের উপর সামরিক হামলা এড়াতে সম্মত হয়েছে রাশিয়া ও ইউক্রেন। মঙ্গলবার সৌদি আরবে শেষ হওয়া উভয় দেশের আলোচনার পর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে হোয়াইট হাউস। খবর আল জাজিরার।
মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, উভয় দেশই কৃষ্ণ সাগরে সামরিক হামলা যাতে না হয় সেই বিষয়ে একমত হয়েছে। রাশিয়া সংঘাতের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে উপযোগী আলোচনা চালিয়ে যাবার কথা জানিয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করেছে হোয়াইট হাউস।
এর আগে সৌদি আরবে শান্তি আলোচনা চলাকালীন ইউক্রেনের সুমিতে রাশিয়ার হামলায় বেশ কিছু বেসামরিক নাগরিক আহত হয়েছে। ইউক্রেন জানিয়েছে, হামলার সময় কয়েক ডজন ড্রোন ও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া।