নাটোরে বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরির ঘটনায় আটক যুবদল নেতা সোহাগ আলীকে বহিষ্কার করেছে সিংড়া উপজেলা যুবদল।
মঙ্গলবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিংড়া উপজেলা শাখার আহ্বায়ক হাবিবুর রহমান ও সদস্য সচিব এমএ মালেক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয় দলীয় শৃঙ্খলাভঙ্গ ও অনৈতিক কার্যকলাপের জন্য দলীয় সকল পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে গতরাতে বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরির অভিযোগে যুবদল নেতা সোহাগ আলী ওরফে বানেস আলী ও তার তিন সহযোগীসহ চারজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।
এ সময় সিংড়া থানা পুলিশ খবর পেয়ে তাদের উদ্ধার করতে গেলে ওই চোর চক্রের সমর্থকরা পুলিশের গাড়ী ও পুলিশের ওপর হামলা চালায়। এতে সিংড়া থানা পুলিশের তিনসদস্য আহত হয়। পরে বাংলাদেশ সেনাবাহিনী চুরির অভিযোগে আটক চারজন এবং আহত তিন পুলিশ সদস্যকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।