মাদারীপুরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ঃ৩০ টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কে রাজৈর উপজেলার কালীবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের মধ্যে গুরুত্বের একজনকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বরিশালের বরগুনা থেকে চেয়ারম্যান পরিবহনের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে ঢাকায় যাচ্ছিল। পথিমধ্যে রাজৈর উপজেলার বৌলগ্রাম ব্রিজ ও কালিবাড়ির মাঝামাঝি স্থানে আসলে ঢাকার সায়দাবাদ থেকে ছেড়ে আসা মেঘনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় চেয়ারম্যান পরিবহনের বাসটি উল্টে খাদে পড়ে যায়। এ সংঘর্ষে নারীসহ কমপক্ষে ১৫ জন বাস যাত্রী আহত হন। পরে স্থানীয়রা আহতদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।