সংস্কারের জন্য দ্রুত বাস্তবায়নযোগ্য নয়টি বিষয়ে নির্বাচন কমিশনের কাছে মতামত চেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নয়টি বিষয়ে সুপারিশের উপর মতামত চাওয়া হয়েছে এর মধ্যে রয়েছে আরপিও সংশোধন, নির্বাচন কমিশন সচিবালয় আইন সংশোধন।
সচিব আখতার আহমেদ আরও বলেন, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনাররা বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। যত দ্রুত সম্ভব এসব বিষয়ের ওপর মতামত পেশ করা হবে। তবে সুপারিশগুলো কী হবে সে বিষয়ে কোনও তথ্য না দিয়ে বলেন, কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
এছাড়া ডিসেম্বরকে সম্ভাব্য সময় ধরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি বলেও জানান ইসি সচিব। এসময় সংস্কারকে চলমান প্রক্রিয়া উল্লেখ করে বলেন, সংস্কার কাজের জন্য নির্বাচন ব্যাহত হওয়ার কোনও সম্ভাবনা নেই।