কিশোরগঞ্জের কটিয়াদীতে মোটরসাইকেল ও ট্রাক্টরের সংঘর্ষে মোজাম্মেল (১৭) নামের এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর দুজন গুরুতর আহত হয়েছেন। বুধবার বিকেল ৩টার দিকে কটিয়াদী পৌর এলাকার বীরনোয়াকন্দী খামখেয়ালী বাজার সংলগ্ন সড়কে এই ঘটনা ঘটে।
নিহত মোজাম্মেল মসূয়া ইউনিয়নের কাজিরচর উত্তর পাড়া গ্রামের মাইনুদ্দিনের ছেলে। তিনি মনোহরদী খিদিরপুর ইউনিয়নের একটি স্কুলের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
আহতরা হলেন, মোজাম্মেলের আত্মীয় পারভেজ ও ইব্রাহিম। আহতদের একজনকে স্থানীয় বেসরকারি ক্লিনিকে এবং অন্যজনকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
জানা যায়, কটিয়াদী পৌর এলাকার বীরনোয়াকন্দী সড়কের খামখেয়ালি বাজার সংলগ্ন স্থানে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন মোজাম্মেল ও তার সঙ্গীরা। এ সময় বিপরীত দিক থেকে মাটি বোঝাই একটি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ করে। এতে ঘটনাস্থলেই মোজাম্মেলের মৃত্যু হয় এবং তার সঙ্গে থাকা দুইজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কটিয়াদী সরকারি হাসপাতালে নিয়ে যান।