শিরোনাম:
বগুড়া সরকারি পলিটেকনিকের মূল গেটে তালা দিয়েছে শিক্ষার্থীরা উপাচার্য অপসারণের দাবিতে কুয়েটে মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন গাইবান্ধায় টিসিবির পণ্য এক ব্যবসায়ীর গোডাউন থেকে জব্দ করা হয়েছে গাজায় ইসরাইলি হামলা বন্ধের উপায় জানালেন মার্কিন ধুত হামাসের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে পুতিন যুক্তরাষ্ট্র ইরান বৈঠকের আগে তেহরান সফরে সৌদি প্রতিরক্ষা মন্ত্রী বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম ইরানে পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে আদেশ দিয়েছেন ইজরাইলের বিরোধীদলীয় নেতা ভারতের সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করার আহবান বাংলাদেশে
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন

চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত

প্রতিনিধির / ২৮ বার
আপডেট : বুধবার, ২৬ মার্চ, ২০২৫

চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত। যা দেশটির কৃষি রপ্তানি দ্বিগুণ করার লক্ষ্য ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভারত বিশ্বের সবচেয়ে বড় চাল রপ্তানিকারক দেশ। চাল রপ্তানির উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্তের পর থেকে বিশ্ব বাজারে প্রতিদ্বন্দ্বী উৎপাদকদের উপর চাপ বেড়েছে।

ভারত ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর সময় চাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল, যার ফলে বিশ্বব্যাপী চালের দাম বৃদ্ধি পায় এবং বাজারে ঘাটতির শঙ্কা সৃষ্টি হয়। তবে গত সেপ্টেম্বর থেকে ভারত নিষেধাজ্ঞা শিথিল করা শুরু করে এবং বর্তমানে চাল রপ্তানি আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে।

দেশটির এস এন্ড পি গ্লোবাল জানিয়েছে, ২০২৩ সালে ভারত প্রায় ১৪ মিলিয়ন টন চাল রপ্তানি করেছে এবং ২০২৪ সালের সেপ্টেম্বরে থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত রেকর্ড ২১.৫ মিলিয়ন মেট্রিক টন চাল রপ্তানি করার সম্ভাবনা রয়েছে।

ভারতীয় আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্ক গবেষণা পরিষদের কৃষি অর্থনীতিবিদ অশোক গুলাটি মন্তব্য করেছেন, বিশ্বব্যাপী ৫৪-৫৫ মিলিয়ন টন চালের বাজারে যদি ভারত ২০ মিলিয়ন টনের বেশি চাল রপ্তানি করে, তাহলে সেই চাল বাজারে প্রবাহিত হবে এবং বাজারের পরিস্থিতি আরও স্থিতিশীল হবে। এতে করে বিশ্বব্যাপী চালের বাজারে ভারতীয় চালের প্রভাব আরও বৃদ্ধি পাবে। যা ভারতের কৃষি খাতকে নতুন উচ্চতায় পৌঁছাতে সহায়তা করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ