ঠাকুরগাঁওয়ে রেলক্রসিং পাড় হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে রাজিব (২৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার দুপুরে সদর উপজেলা রুহিয়া উত্তরা বৈরাগীমোড় রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাজিব বালিয়াডাঙ্গী উপজেলার সর্বমংঙ্গলা দুরাডাঙ্গী গ্রামের বাসিন্দা। এ ঘটনায় মানিক (৩০) নামে আরও একজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী জানান, রাজিব ও মানিক মোটরসাইকেলযোগে রুহিয়ায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলো। একপর্যায়ে বৈরাগীমোড় এলাকায় পৌঁছালে ট্রেন আসছে কিনা তা না দেখেই তারা রেলক্রসিং পাড় হওয়ার চেষ্টা করে। এ সময় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তারা। এরপর তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজিবকে মৃত ঘোষণা করেন।