শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০১:০৫ অপরাহ্ন

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধির / ৩৫ বার
আপডেট : বুধবার, ২৬ মার্চ, ২০২৫

২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিবৃতিতে অভিনন্দনের কথা জানানো হয়। বাংলাদেশ ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে আছে উল্লেখ করে বিবৃতিতে আরো বলা হয়, ওয়াশিংটনের প্রত‍্যাশা অন্তর্বর্তী সরকার এমন নির্বাচনের প্রস্তুতি নিবে যেখানে জনগণ মতামত প্রকাশের মধ‍্যে দিয়ে আগামীর পথে এগিয়ে যাবে। আর সেই উজ্জ্বল ও গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে যাত্রায় বাংলাদেশকে সমর্থন করে যুক্তরাষ্ট্র।

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গে বলেন এবারে স্বাধীনতা দিবস এমন এক সময় উদযাপিত হচ্ছে যখন অন্তর্বর্তী সরকার দেশকে এমন নির্বাচনের জন্য প্রস্তুত করছে। যা জনগণকে তাদের ভবিষ্যৎ পথ নির্ধারণের সুযোগ দেবে। বাংলাদেশকে একটি উজ্জ্বল ও গণতান্ত্রিক ভবিষ্যতের পথে এগিয়ে নেয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তার সমর্থন অব্যাহত রাখবে।

মার্কো রুবিও আরও বলেন অর্থনৈতিক উন্নয়ন এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতকরণে আমরা বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব অব্যাহত রাখার প্রত্যাশা করছি।

স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, আমি বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং আমাদের উভয় দেশকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করার লক্ষ্যে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ