জামালপুরে ট্রেন ও ট্রাকের সংঘর্ষে ট্রেন চালকসহ তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় এক ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকে জামালপুর-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল। আহতরা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সদরের কানিল ঘুন্টি রেল ক্রসিং এ এ দুর্ঘটনা ঘটে।
দুপুরে ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী একটি কমিউটার ট্রেন কানিল ঘুন্টি এলাকায় পৌঁছায়। এমন সময় জামালপুরগামী তরমুজবাহী একটি ট্রাক গেইট বেরিয়ার ভেঙে লাইনের ওপর উঠে যায়। এ সময় ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রাকটি একটি দোকানের ওপর গিয়ে আচড়ে পড়ে। ট্রেন চালক, গেইট কিপার ও দোকানদার আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এর এক ঘণ্টা পর ইঞ্জিন মেরামত করে ট্রেনটি নান্দিনা স্টেশনে নিয়ে গেলে স্বাভাবিক হয় ট্রেন চলাচল