বান্দরবানের লামা উপজেলা থেকে ৯ শ্রমিককে অপহরণ নিয়ে গেছে সন্ত্রাসীরা। সোমবার রাতে উপজেলার সরই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দুর্গম লুলাইং রেমু পালং নামক এলাকার তামাকের খামারবাড়ি থেকে তাদের অপহরণ করা হয়।
পুলিশ জানায়, সোমবার রাতে খামার বাড়িতে থাকা ৯ জন শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় সশস্ত্র সন্ত্রাসীরা। পরে অপহরণের খবর পেয়ে মঙ্গলবার সকাল থেকে অপহৃত শ্রমিকদের উদ্ধার করতে পাহাড়ের বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করেছেন লামা উপজেলার কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আতিকুর রহমান। তিনি জানান, দুর্গম এলাকা থেকে রাতের আঁধারে ৯ জন শ্রমিককে সশস্ত্র সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়। পরে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা অপহৃতদের উদ্ধারে কাজ শুরু করে।