কয়েক ডজন দেশের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আরোপ বুধবার (৯ এপ্রিল) মধ্যরাত থেকে কার্যকর হয়েছে। এর মধ্যে চীনা পণ্যের ওপর বিশাল ১০৪ শতাংশ শুল্কও রয়েছে। এমন পরিস্থিতিতে বৈশ্বিক বাণিজ্য যুদ্ধ আরও গভীর ও তীব্র হতে যাচ্ছে বলে মনে করছেন অনেকে। এ নিয়ে নতুন করে কয়েকটি দেশের সঙ্গে আলোচনার সিদ্ধান্তও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
বলছে, শাস্তিমূলক শুল্কের মাধ্যমে বিশ্বব্যাপী ৫০ বছরেরও বেশি সময় ধরে চলে আসা বাণিজ্যের নিয়মকে উপড়ে ফেলেছেন ট্রাম্প। এ সিদ্ধান্ত সামনে মন্দার আশঙ্কাকে আরও বাড়িয়েছে। ফলে বিশ্বব্যাপী স্টকগুলো তীব্রভাবে নিম্নমুখী হয়েছে।
এক সপ্তাহ আগে ট্রাম্প শুল্ক উন্মোচন করার পর থেকে এসএন্ডপি ৫০০ প্রায় ৬ ট্রিলিয়ন ডলার মূল্য হ্রাস করেছে যা ১৯৫০-এর দশকে বেঞ্চমার্ক তৈরির পর থেকে অন্যতম বড় ক্ষতি। এটি সূচক হিসেবে নেমে গেছে প্রায় ২০ শতাংশ।
জাপানের নিকেই (এন২২৫) বুধবার এশিয়ান বাজার জুড়ে ৩% এরও বেশি নিচে নেমেছে এবং দক্ষিণ কোরিয়ার মুদ্রা ১৬ বছরেরও বেশি নিচে চলে গেছে। মার্কিন স্টক ফিউচারগুলোও ওয়াল স্ট্রিটে টানা পঞ্চম দিনে লোকসান দেখছে।