গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
আজ বুধবার বিকেল পাঁচটায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খারাজোড়া এলাকায় ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গাজীপুরের কালিয়াকৈর খাড়াজোড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে প্রথমে একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে, আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পরে কালিয়াকৈর ফায়ার স্টেশন খবর দিলে দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আলাউদ্দিন জানান, কালিয়াকৈর ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় পরে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় কোনাবাড়ী ফায়ার স্টেশন থেকে আগুন নেভাতে আরও দুইটি ইউনিট যোগ দেয়। এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি তবে আগুন নিয়ন্ত্রণে আসার পর ডাম্পিং শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।