নাটোরের লালপুর থানা থেকে ছিনিয়ে নেয়া জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিনসহ চারজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার পাবনা থেকে ছাত্রদল নেতা ও নাটোর থেকে বাকি তিনজনকে গ্রেফতার করে হয়।
গ্রেফতার হওয়া বাকিরা হলেন, রুপা খাতুন (২৫), ফারজানা ইয়াসমিন বৃষ্টি (২০) ও যুবদল নেতা মাসুদ রানা। এদের মধ্যে রুপা ও বৃষ্টি ছাত্রদল নেতা রুবেল উদ্দিনের বোন। তাদের বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়। এর আগে, এ ঘটনায় সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগ এনে ৩৮ জনের নাম উল্লেখসহ ১৫৮ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ।
এদিকে, আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে লালপুর থানার ওসি নাজমুল হকসহ চারজন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এর মধ্যে একজন এসআই ও দুইজন পুলিশ কন্সটেবল রয়েছে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার বলেন, সরকারি কাজে বাধা দিয়ে আসামি ছিনতাইয়ে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে। একইসঙ্গে দায়িত্ব অবহেলার কারণে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।