শিরোনাম:
নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল চেয়েছে হেফাজতে ইসলাম নির্বাচন দেরি হলে দেশে ফ্যাসিবাদীদের ষড়যন্ত্র সৃষ্টি হবে বলে মনে করেন গণআধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ইস্তাম্বুলে ফিলিস্তিন পন্থী বিক্ষোভে পুলিশের সাথে সংঘর্ষ যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলায় ইয়েমেনে তিনজনের মৃত্যু ছিনিয়ে নেয়া তিন নৌকা ফিরিয়ে দিয়েছে বিএসএফ কৃষকের অধিকার আদায়ের ১০ দফা দাবিতে লংমার্চ করছে কৃষক ঐক্য পরিষদ চরভদ্রাসনে পদ্মার ঘাট দখলে নিতে মরিয়া বিএনপি নেতা ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার এপ্রিল মাসের প্রথম ১৬ দিনে দেশের ৮টি ব্যাংকে কোন রেমিটেন্স আসেনি ভিমরুলের কামড়ে স্বামীর মৃত্যু স্ত্রী আহত
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ন

নেত্রকোনায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

প্রতিনিধির / ১৯ বার
আপডেট : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

নেত্রকোণার মদনে একই রশিতে স্বামী-স্ত্রীর ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার বাঁশরী কান্দাপাড়া এলাকায় একটি গাছ থেকে তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

মারা যাওয়া দম্পতি হলেন, আজিজুল ইসলাম (২৩) এবং লিমা আক্তার (১৯)। আজিজুল বাঁশরী কান্দাপাড়া গ্রামের মাজি মিয়ার ছেলে। আর লিমা আক্তার মদন পৌরসভার মদনবাজার সংলগ্ন এমদাদপুর এলাকার বাসিন্দা চান মিয়ার মেয়ে।

এলাকার কয়েকজন বাসিন্দা ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় সাত মাস আগে আজিজুল ও লিমা একে অপরকে ভালোবেসে বিয়ে করেন। আজ বিকেল তিনটার দিকে স্বামী স্ত্রী ঘরে অবস্থান করছিলেন। কিছুক্ষণ পর তাদেরকে ঘরে দেখতে না পেয়ে আজিজুলের মা আদিনা আক্তার খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে বাড়ির সামনে পুকুর পাড়ে একটি বৃষ্টি বৃক্ষ (রেইনট্রি) গাছের ডালে ছেলে ও পুত্রবধূর ঝুলন্ত দেহ দেখতে পান। পরে তার চিৎকারে বাড়ির লোকজন এসে জড়ো হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। সন্ধ্যা পৌনে সাতটার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নেত্রকোনা পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপারের (প্রশাসন) দায়িত্বে থাকা সাহেব আলী পাঠান, মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মুহাম্মদ নাহিদ হাসনানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ