রাজধানীর বসুন্ধরা এলাকায় আবিদা নামে এক নারীর আত্মহত্যার খবরে মরদেহ উদ্ধারে গিয়ে বিপুল পরিমান গাঁজাসহ তার স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে ওই নারীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। পরে তার স্বামীর আচরণ সন্দেহজনক হলে ঘর তল্লাশী করে ৮৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ওই নারীর স্বামী তফসিরকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার সকালে তফসিরের স্ত্রী আবিদা সুলতানা নিশার আত্মহত্যার খবর আসে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়। এরপর জিজ্ঞাসাবাদের জন্য তফসিরকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে অসংলগ্ন কথা বলায় বাসায় তল্লাশী চালানো হয়। এ সময় ঘর থেকে ৮৬ কেজি গাঁজা জব্দ করা হয়।