ডিজিএফআই হেডকোয়ার্টারের ফ্লাইট লেফটেন্যান্ট পরিচয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার লাউর ফতেপুর গ্রামের সৌদি প্রবাসী মালুম মিয়ার ছেলে রিফাতকে অপহরণ করে এক দল দুষ্কৃতকারী। মঙ্গলবার (০৮ এপ্রিল) দিবাগত রাতে ৮ থেকে ১০ জনের দলটি এ অপহরণ সংঘটিত করে।
জানা যায়, ভুয়া ডিজিএফআই পরিচয়ে অপহরণকারী দলটি আসার আগেই খবর পায় নবীনগর থানা পুলিশ। ঘটনাস্থলে পৌঁছায়ও সময়মতো। কিন্তু অপহরণকারীরা আইডি কার্ড দেখানোয় পুলিশ সদস্যরা তাদের প্রকৃত ডিজিএফআই কর্মকর্তা ভেবে চলে যান। কিন্তু দলটি রিফাতের পরিবারের কাছে ৩ কোটি টাকা মুক্তিপণ দাবি করলে নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পরবর্তীতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অপহৃত রিফাতকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলস্টেশন থেকে উদ্ধার করা হয়। তার কিছুক্ষণ পর অপহরণকারী দলের প্রধানসহ ৯ জনকে আটক করে যৌথবাহিনী।