মানিকগঞ্জে মোবাইল কেনার টাকা না পেয়ে মা-বাবার সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে রাকিবুল ইসলাম (১৯) নামের এক যুবক। বুধবার দুপুরে নিজ বাড়িতে ফ্যানের সঙ্গে মায়ের ওড়না প্যাঁচিয়ে গলায় ফাঁস দেন ওই যুবক। নিহত রাকিবুল ইসলামের বাড়ি মানিকগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের উঁচুটিয়া গ্রামে। সে ওই গ্রামের গ্রিল মিস্ত্রী মো. আবু হানিফের ছেলে।
নিহতের বাবা আবু হানিফ জানান, দুপুরে আমি দোকান শেষে বাড়িতে খেতে আসি তখন ওর মায়ের কাছে শুনেছি কিছু টাকা চেয়েছে মোবাইল কিনবে। আমি এ বিষয়ে আর কিছু বলিনি খাবার শেষ করে দোকানে চলে যাই। যাওয়ার পথেই শুনি তার এ দুর্ঘটনা।
তিনি আরও জানান, নিহত রাকিবুল ইসলাম জাগির উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে। সে বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।