ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়ার হয়ে দেড় শতাধিক চীনা নাগরিক তার দেশের বিরুদ্ধে যুদ্ধ করছে। ইউক্রেনের গোয়েন্দা তথ্য উল্লেখ করে তিনি এই দাবি করেছেন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জেলনস্কি দাবি করেছেন রাশিয়ার পক্ষে অন্তত ১৫৫ জন চীনা নাগরিক যুদ্ধে অংশ নিচ্ছেন। তিনি বলেন, রাশিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে চীনা নাগরিকদের নিয়োগ করছে এবং চীনা কর্মকর্তারা এ বিষয়ে অবগত। নিয়োগপ্রাপ্তরা বেইজিংয়ের সরাসরি নির্দেশে কাজ করছেন কিনা সে বিষয়ে ইউক্রেন এখন তদন্ত করছে।
এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন যে, তারা ইউক্রেনের সঙ্গে এই পরিস্থিতি যাচাই করছে। তিনি আরও বলেন, চীনা সরকার সবসময় তার নাগরিকদের সশস্ত্র সংঘাতপূর্ণ এলাকা এড়িয়ে চলতে এবং কোনো পক্ষের সামরিক কার্যক্রমে অংশ না নিতে কঠোরভাবে নির্দেশ দিয়ে থাকে।