কিশোরগঞ্জের ভৈরবে এক কিশোরী ছয় মাসের অন্তঃসত্ত্বার ঘটনায় মাহফুজ মিয়া নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের বয়স ২৩ বছর। বুধবার বিকেলে গজারিয়া ইউনিয়নের মানিকদি নয়াহাটি নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত যুবক ওই এলাকার রকিবুল মিয়ার ছেলে।
পুলিশ জানা অভিযুক্ত মাহফুজ ও তার বন্ধু জীবন বেশ কিছুদিন ধরে প্রতিবেশী এক কিশোরীকে উত্ত্যক্ত করতো। গত বছরের (৩ অক্টোবর) টিউবওয়েল থেকে পানি আনতে গেলে মাহফুজ মিয়া ও তার বন্ধু জীবনের সহযোগিতায় কিশোরীকে তুলে বাড়ির পেছনে নিয়ে মুখে কাপড় বেধে ধর্ষণ করে। এছাড়াও ধর্ষণের সময় মুঠোফোনে বিবস্ত্র ছবি ও ভিডিও ধারণ করে। পরে ভয়-ভীতি দেখিয়ে কিশোরীকে অভিযুক্ত মাহফুজ আরও বেশ কয়েকবার ধর্ষণ করে। এতে ওই কিশোর অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে ভৈরব থানায় দুইজনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত মাহফুজ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। আরেক অভিযুক্ত জীবন মিয়া পলাতক রয়েছে।