কুষ্টিয়ায় চুরির দায়ে সুলাইমান আলী নামের এক রিকশা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া শহরের থানাপাড়া জিকে বালুরঘাট এলাকায় ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
সুরমান জিকে ঘাট এলাকার আব্দুল কালামের ছেলে। পরিবারের দাবি চুরির মিথ্যা অভিযোগে একই এলাকার হালিম বিক্রেতা হাকিমসহ বেশ কয়েকজন সুরামানকে নির্যাতন করে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখে।
সুরমানের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে স্থানীয় হালিম বিক্রেতা হাকিম তার বাড়ি থেকে গহনা চুরির অভিযোগে ধরে নিয়ে যায়। পরে কোথাও না পেয়ে বৃহস্পতিবার সকালে জিকে বালুর ঘাট এলাকায় আমেনা খাতুন নামে এক নারীর বাথরুমে ঝুলন্ত অবস্থায় সুরমানের মরদেহ দেখতে পায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে কুষ্টিয়ার আড়াইশ শয্যার হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ বলছে সুরমানের শরীরের আঘাতে চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
সুরমানের ভাই সেলিম হোসেন বলেন, হালিম বিক্রেতা হাকিম আমার ভাই সুরমানকে ধরে নিয়ে আটকে রেখে ইলেক্ট্রিকসকসহ লাঠি এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত ও নির্যাতন করে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখে। তিনি তার ভাই হত্যার বিচার দাবি করেন।