নরসিংদীর চৌয়ালায় বৈদ্যুতিক তারে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক লাইনম্যান নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধায় পৌর এলাকার চৌয়ালায় এই ঘটনা ঘটে। নিহত শহিদুল শেখ যশোরের মজিবুর শেখের ছেলে এবং নরসিংদী পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর একজন লাইনম্যান ছিলেন।
স্থানীয়রা জানায়, বৃষ্টির পরপর লাইনে বিদ্যুৎ সরবরা নিশ্চিত করতে কাজ করছিলেন লাইনম্যান শহিদুল শেখ। এ সময় বৈদ্যুতিক তারে সরবরাহ চলে আসায় বিদুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন লাইনম্যান শহিদুল শেখ। শরীরের বেশ কিছু অংশে পুড়ে যাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে, পরিবারের পক্ষ থেকে জানানো হয় লাইনম্যানের কাছ থেকে অনুমতি না নিয়ে লাইন সর্বরাহ করা হয়েছিল। তবে এ বিষয়ে জানতে চাইলে কোন মন্তব্য করতে রাজি হননি নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার আব্দুল কুদ্দুস।