শিরোনাম:
কক্সবাজারে দোকানের ভাড়া চাওয়া কেন্দ্র করে ভাড়াটিয়ার আঘাতে মালিকের মৃত্যু নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল চেয়েছে হেফাজতে ইসলাম নির্বাচন দেরি হলে দেশে ফ্যাসিবাদীদের ষড়যন্ত্র সৃষ্টি হবে বলে মনে করেন গণআধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ইস্তাম্বুলে ফিলিস্তিন পন্থী বিক্ষোভে পুলিশের সাথে সংঘর্ষ যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলায় ইয়েমেনে তিনজনের মৃত্যু ছিনিয়ে নেয়া তিন নৌকা ফিরিয়ে দিয়েছে বিএসএফ কৃষকের অধিকার আদায়ের ১০ দফা দাবিতে লংমার্চ করছে কৃষক ঐক্য পরিষদ চরভদ্রাসনে পদ্মার ঘাট দখলে নিতে মরিয়া বিএনপি নেতা ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার এপ্রিল মাসের প্রথম ১৬ দিনে দেশের ৮টি ব্যাংকে কোন রেমিটেন্স আসেনি
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০২:১৭ অপরাহ্ন

ভারতের ওয়াকফ আইনের বিরোধিতায় উত্তাল কলকাতা

প্রতিনিধির / ১৭ বার
আপডেট : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

ভারতে সম্প্রতি পাস হওয়া ওয়াকফ আইন ‘ইউনিফায়েড ওয়াকফ ম্যানেজমেন্ট, এমপাওয়ারমেন্ট, এফিশিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট’ এর বিরুদ্ধে বিক্ষোভ চলছে নানা শহরে। এরই ধারাবাহিকতায় পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা কার্যত পরিণত হয়েছে মিছিলের নগরীতে।

সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতা করে বৃহস্পতিবার বিশাল সমাবেশ করেছে উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামে অবদান রাখা প্রভাবশালী ধর্মীয় সংগঠন জমিয়ত উলামায়ে হিন্দ। দলটির রাজ্য সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে কলকাতার রামলীলা ময়দানে জমিয়তের সমাবেশে ঢল নামে লাখো জনতার।

সমাবেশের জেরে প্রায় অচল হয়ে পড়ে মহানগরী কলকাতার ব্যস্ততম এলাকাগুলো। বৃহস্পতিবার প্রথম প্রহর থেকেই পার্ক সার্কাস, মৌলালি, লেনিন সরণি, মা ফ্লাইওভার ও এজেসি বোস রোডে সৃষ্টি হয় ভয়াবহ যানজট। বিশেষ করে ধর্মতলা চত্বর থেকে রামলীলা ময়দান পর্যন্ত বিশাল মিছিল ও লোকজনের ব্যাপক উপস্থিতির কারণে শহরের কেন্দ্রস্থল একপ্রকার স্থবির হয়ে যায়।

প্রতিবাদকারীদের দাবি, নতুন ওয়াকফ আইন সংখ্যালঘুদের সম্পত্তি অধিকার খর্ব করবে এবং এতে মুসলিমদের বহু প্রতিষ্ঠান ও সম্পদ চরম হুমকির মুখে পড়বে। এই আশঙ্কা থেকেই রাজ্যের নানা প্রান্ত থেকে মানুষ মিছিল করে জড়ো হন সমাবেশস্থলে।

প্রসঙ্গত, গত সপ্তাহে ভারতের পার্লামেন্টে উত্তপ্ত তর্কবিতর্কের পর মুসলিম ওয়াকফ (সংশোধনী) বিলটি পাস হয় এবং ৫ এপ্রিল শনিবার দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিলটিতে সম্মতি দেয়ায় এটি এখন ভারতের একটি আইনে পরিণত হয়েছে। তবে এই বিলটিকে চ্যালেঞ্জ করে অন্তত চারটি পিটিশন সুপ্রিম কোর্টে দাখিল করা হয়। যেগুলো করেছেন এআইএমআইএম, কংগ্রেস, আম আদমি পার্টি বা আরজেডি-র মতো দলের নেতারা এবং অন্তত একটি সিভিল রাইটস গোষ্ঠী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ