মোছাঃ রিমা আক্তার রংপুরের মিঠাপুকুর উপজেলার চেংমারী ইউনিয়নের পশ্চিম তিলকপাড়া গ্রামের মেয়ে। বাবা কৃষক মতলব মিয়া গতকাল বুধবার রাতে হঠাৎ বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করলে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষায় অংশগ্রহণ করেন রিমা। সকাল ১১টায় মতলব মিয়ার দাফন সম্পন্ন হওয়ায় পরীক্ষার জন্য শেষবারের মত বাবার মরদেহ দেখার সুযোগ হয়নি তার।
এ ব্যাপারে রিমা আক্তার জানান, পরীক্ষা দেয়ার মানসিকতা ছিল না। কিন্তু বাবার স্বপ্ন ছিল আমি সরকারি অফিসার হবো। তাই বাবার স্বপ্ন পূরণ করতেই পরীক্ষা দিয়েছি।
রিমা মিঠাপুকুর উপজেলার তালিমগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মানবিক শাখার ছাত্রী। পরীক্ষা দিতে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তালিমগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তসলিম উদ্দিন।