পটুয়াখালীর বাউফলে একটি বিদ্যালয়ের নির্মাণ কাজে অনিয়মের খবর সংগ্রহ করতে যাওয়ায় একজন সাংবাদিককে অশালীন ভাষায় গালমন্দ করা সহ তাকে নানা ধরনের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এর ফলে প্রতিবাদে বৃহস্পতিবার বাউফল উপজেলা পরিষদের প্রধান পটকে মানববন্ধন করেছে বাউফল কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা। এর আগে মঙ্গলবার বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
মানববন্ধনের বক্তারা বলেন, বাউফল রিপোর্টারস ইউনিটির সভাপতি সিদ্দিকুর রহমানকে মুঠোফোনে যুবদল নেতা পরিচয়ে হুমকি দেন হুমায়ুন কবির সোহাগ।
ঘণ্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন রিপোর্টারস ইউনিটির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিলন, বাউফল প্রেসক্লাবের সভাপতি জলিলুর রহমান, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, প্রতিনিধি অহিদুজ্জামান ডিউক ও মিজানুর রহমান প্রমুখ।
অন্যদিকে, আজ সকালে এ ঘটনায় পটুয়াখালী জেলা যুবদল সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সোহাগকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় যুবদল।