সরকারি ছুটির দিনগুলোতেও শিশু আদালতের কার্যক্রম চলমান রাখতে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। আর পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নির্দেশনাবলি কার্যকর বা বহাল থাকবে।
সুপ্রিম কোর্টের নির্দেশনায় বলা হয়, শুক্র-শনিবারসহ সরকারি ছুটির দিনগুলোতে আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশুদের গ্রেফতার কিংবা আটক করার পর আটককারী কর্তৃপক্ষ কর্তৃক শিশুদের সংশ্লিষ্ট শিশু আদালতে উপস্থাপন না করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করছে।
কিন্তু সোপর্দকৃত শিশুদের জামিন, রিমান্ড, হেফাজত ও বয়স নির্ধারণসহ অন্তর্বর্তীকালীন কোনো আদেশ প্রচার করার বিষয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের আইনগত এখতিয়ার নেই। ফলে যেকোনো আদেশ বা সিদ্ধান্ত প্রদানে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটগণ অপারগতা প্রকাশ করে থাকেন। এতে সরকারি ছুটির দিনগুলোতে শিশু আদালতের কার্যক্রম চলমান রাখার জন্য নির্দেশনা প্রদান করা হলো।