নিউইয়র্কের হাডসন নদীতে এক মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পাঁচজন স্পেনের পর্যটক এবং একজন পাইলট। এদের মধ্যে তিনজন শিশু রয়েছে বলে নিশ্চিত করেছেন নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস।
নিউইয়র্ক পুলিশের কমিশনার জেসিকা টিশ জানান, নিহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। তা আগে তাদের পরিবারের সদস্যদের জানানো হবে।
একটি ভিডিওতে দেখা গেছে, হেলিকপ্টারটি উল্টো হয়ে আকাশ থেকে নদীতে আছড়ে পড়ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, জর্জ ওয়াশিংটন ব্রিজের কাছ থেকে মোড় নেয়ার সময় এটি নিয়ন্ত্রণ হারায়।
দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু করে ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী নৌবাহিনী। ফায়ার কমিশনার রবার্ট টাকার জানান, চারজন ঘটনাস্থলেই মারা যান এবং দুইজন হাসপাতালে নেয়ার পর মারা যান।