শিরোনাম:
বাগেরহাটে বিএনপি’র ১৮ নেতাকর্মীকে হাতেনাতে হাত বোমাসহ আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে কক্সবাজারে নিখোঁজ হওয়া সিলেটের ছয় এর শ্রমিক টেকনাফে উদ্ধার নিজের ভাই বোনকে হত্যার দায়ে বড় ভাইয়ের মৃত্যুদণ্ড ভারতের কাশ্মীরে বন্দুক হামলায় ২৬ পর্যটক নিহত এলএনজি সরবরাহে চুক্তি নবায়ন করবে কাতার নেত্রকোনায় সাব স্টেশনে আগুন লাগার ঘটনায় সাত ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল জেলা কারাগার ভারতের সাবেক রাজ্য পুলিশ প্রধানের মরদেহ তার নিজ বাসভবন থেকে উদ্ধার গাজায় যুদ্ধ বিরতির নতুন প্রস্তাব দিয়েছে কাতার ও মিশর ইন্টারনেটের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সামিট কমিউনিকেশন রাজনীতিতে ধীরে ধীরে অদৃশ্য শক্তির ষড়যন্ত্র দৃশ্যমান হচ্ছে
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন

ইজরায়েলের হামলায় গাজায় শিশুর সংখ্যা মৃত্যু ৫০০ জন ছাড়িয়েছে

প্রতিনিধির / ২৩ বার
আপডেট : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল নতুন করে গাজায় সামরিক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৫০০ শিশু নিহত হয়েছে। এমনটা জানিয়েছেন গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল। এ সময়ের মধ্যে মোট প্রাণহানি ১,৫০০ ছাড়িয়েছে। খবর আলজাজিরা‘র।

শনিবার ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হন, যার মধ্যে একজন শিশু রয়েছে। শেষ ২৪ ঘণ্টায় নিহতের সংখ্যা ২০ জনেরও বেশি।

সর্বশেষ হামলায় গাজার তুফ্ফাহ এলাকায় দুইজন নিহত ও দুই শিশু আহত হয়। উত্তরের বেইত লাহিয়ার আল-আতাতরায় আরও দুইজন নিহত হন। খান ইউনুসের দক্ষিণাঞ্চলের কিজান আন-নাজ্জার এলাকায় ড্রোন হামলায় আরও একজন নিহত হন।

এছাড়া ইসরায়েল ঘোষিত তথাকথিত নিরাপদ অঞ্চল আল-মাওয়াসি এলাকায় বসবাসকারী নাগরিকদের তাবুতে হামলা চালানো হয়। যার ফলে অনেক হতাহতের খবর পাওয়া গেছে।

দেইর আল-বালাহর আল-আহলি হাসপাতালে আল জাজিরার সংবাদদাতা হিন্দ খোদারি জানান, হামলায় আহত এক নবজাতক শাম এর হাত কেটে ফেলতে হয় এবং পরবর্তীতে সে মারা যায়। একই দিন সকালে মোট ছয়জন নিহত হয়।

তিনি জানান শনিবার শুজাইয়া ও খান ইউনুস এলাকায় নতুন করে জোরপূর্বক উচ্ছেদের নির্দেশ জারি করেছে ইসরায়েলি বাহিনী। চিকিৎসা সামগ্রীর তীব্র সংকটের কারণে নারী ও শিশুদের অবস্থা আরও করুণ হয়ে পড়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ