শনিবার ভোররাতে ইরানের অশান্ত সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে বন্দুকধারীদের গুলিতে অন্তত আট পাকিস্তানি গাড়ি মেকানিক নিহত হয়েছে।
ইরানি সংবাদ মাধ্যম প্রতিবেদনে জানিয়েছে, আফগানিস্তান সীমান্তের কাছে মেহেরিস্তান জেলায় অবস্থিত একটি ওয়ার্কশপে গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনার পর তদন্ত শুরু করেছে ইরানি কর্মকর্তারা। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মৃতদেহ পাকিস্তানে নিয়ে যাওয়া হবে। নিহতরা হলেন দোকানের মালিক দেলশাদ, তার ছেলে নাঈম ও জাফর, দানেশ এবং নাসির। সকলেই পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাসিন্দা বলে জানিয়েছে ইরানের সংবাদ মাধ্যম।
ইরান-পাকিস্তান সীমান্তের কাছে অবস্থিত অঞ্চলটি সাম্প্রতিক বছরগুলোতে গুলি, চোরাচালান এবং কৌশলগত অবস্থানের কারণে সীমান্ত সংঘর্ষসহ বেশ কয়েকটি অনুরূপ ঘটনার সাক্ষী হয়েছে।
পাকিস্তানি শ্রমিকরা সাধারণত ইরানের সীমান্ত অঞ্চলে যানবাহন মেরামত এবং কৃষিকাজে কাজ করে। তবে সাম্প্রতিক হত্যাকাণ্ড দেশটির পূর্বাঞ্চলে বিদেশি শ্রমিকদের জন্য ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতার ইঙ্গিত দিচ্ছে।
গত বছরের জানুয়ারিতে পাকিস্তান সীমান্তের কাছে ইরানের দক্ষিণ-পূর্ব অঞ্চলে গুলির ঘটনায় অন্তত নয়জন পাকিস্তানি নিহত এবং তিনজন আহত হয়। পাকিস্তান ও ইরান আনুষ্ঠানিকভাবে একটি সংক্ষিপ্ত চাপের পরে কূটনৈতিক সম্পর্ক পুনরায় শুরু করার ঠিক একদিন পরে।