ইনজুরিতে আইপিএলের বাকি অংশ থেকে ছিটকে গেলেন গ্লেন ফিলিপস। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয় কুঁচকির চোটে পড়েছেন গুজরাট টাইটান্সের ২৮ বছর বয়সী এই তারকা।
এবারের আসরে গুজরাটের হয়ে কোনো ম্যাচই খেলা হয়নি ফিলিপসের। তবে গত ৬ এপ্রিল সানরাইজার্স হায়রাবাদের বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়েয় সময় চোট পান তিনি। বদলি ফিল্ডার হিসেবে ফিলিপসকে নামানো হয় ইনিংসের পঞ্চম ওভারে। ওই ওভারেই তিনি কুঁচকির চোটে পড়েন।
আঘাত পাওয়ার এক সপ্তাহ পর গুজরাটের পক্ষ থেকে জানানো হয়েছে, কুঁচকিতে টান খাওয়ায় এবারের আইপিএলে আর দেখা যাবে না ফিলিপসকে। ভারত ছেড়ে নিউজিল্যান্ডে ফেরত যাচ্ছেন তিনি। সুস্থ হয়ে কবে মাঠে ফিরতে পারবেন, সেই ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।