শিরোনাম:
বাগেরহাটে বিএনপি’র ১৮ নেতাকর্মীকে হাতেনাতে হাত বোমাসহ আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে কক্সবাজারে নিখোঁজ হওয়া সিলেটের ছয় এর শ্রমিক টেকনাফে উদ্ধার নিজের ভাই বোনকে হত্যার দায়ে বড় ভাইয়ের মৃত্যুদণ্ড ভারতের কাশ্মীরে বন্দুক হামলায় ২৬ পর্যটক নিহত এলএনজি সরবরাহে চুক্তি নবায়ন করবে কাতার নেত্রকোনায় সাব স্টেশনে আগুন লাগার ঘটনায় সাত ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল জেলা কারাগার ভারতের সাবেক রাজ্য পুলিশ প্রধানের মরদেহ তার নিজ বাসভবন থেকে উদ্ধার গাজায় যুদ্ধ বিরতির নতুন প্রস্তাব দিয়েছে কাতার ও মিশর ইন্টারনেটের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সামিট কমিউনিকেশন রাজনীতিতে ধীরে ধীরে অদৃশ্য শক্তির ষড়যন্ত্র দৃশ্যমান হচ্ছে
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন

দেশে আদানির বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ করেছে কারিগরি সমস্যার কারণে

প্রতিনিধির / ২১ বার
আপডেট : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

গত মঙ্গলবার (৮ এপ্রিল) কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিট থেকে সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে বর্তমানে বিদ্যুৎকেন্দ্রটির ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট থেকে পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে রোববার থেকে দেশে লোডশেডিং বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বয়লার টিউব লিকেজের কারণে তিন দিন আগে প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। এরমধ্যেই শনিবার দ্বিতীয় ইউনিটেও একই সমস্যা দেখা দেয়। তবে সমস্যা সমাধানে কাজ চলছে বলেও জানিয়েছে আদানি গ্রুপ।

পাওয়ার গ্রিড বাংলাদেশ (পিজিসিবি) ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্রে জানা গেছে, বিদ্যুৎকেন্দ্রটি থেকে সর্বোচ্চ ১ হাজার ৪০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ পাওয়া যাচ্ছিল। এরমধ্যে গত মঙ্গলবার প্রথম ইউনিট থেকে সরবরাহ বন্ধ হয়ে গেলেও ৭৫০ মেগাওয়াটের বেশি সরবরাহ করা হয়েছে।

এ ব্যাপারে পিডিবির সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম গণমাধ্যমকে জানান, আদানি গ্রুপ বিদ্যুৎকেন্দ্রের ত্রুটি মেরামতের চেষ্টা করছে। আগে বন্ধ হওয়া প্রথম ইউনিট দ্রুতই চালুর চেষ্টা চলছে। এ অবস্থায় ঘাটতি মেটাতে তেলচালিত বিদ্যুৎকেন্দ্র থেকে বাড়তি উৎপাদন করা হচ্ছে। সেই সঙ্গে গ্যাসের সরবরাহ বাড়াতেও অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ