বগুড়ার কাহালু উপজেলা আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন কবিরাজ ও তার ছেলে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুরুজ উদ্দিন কবিরাজকে গ্রেফতার করেছে বগুড়া গোয়েন্দা পুলিশ। শনিবার ভোরে রাজধানীর আদাবর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুমন রঞ্জন সরকার। তিনি জানান, গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর হেলাল উদ্দিন কবিরাজ ও তার ছেলে সুরুজ উদ্দিন কবিরাজ আত্মগোপনে ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে হেলাল উদ্দিনের নামে পাঁচটি এবং তার ছেলে সুরুজ উদ্দিনের নামে চারটি মামলা রয়েছে।