ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ট্রাক ও বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। শনিবার ভোরে কুমিল্লা সিলেট মহাসড়কের কুটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতারা হলেন আশুগঞ্জ উপজেলার চরচর তলা গ্রামের রোহিত মিয়ার ছেলের টাকচালক আকাশ এবং কুমিল্লার মুরাদনগর এর আনিসুর রহমানের ছেলে আমির হোসেন। এ ঘটনায় আহতদের নাম পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, চট্টগ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী সিয়াম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কয়লাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকে থাকা আমির হোসেন নিহত হন। গুরুতর আহত ট্রাকচালক আকাশকে ঢাকায় নেয়ার পথে মারা যান।