মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার সময় দুই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১২ জন আহত হয়েছে। শনিবার সকালের টাঙ্গাইলের ধনবাড়ি বানিয়াজান বাস স্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। জামালপুরের ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা মোঃ শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নুরুদ্দিন, হাফেজ মাওলানা ফরহাদ হোসেন, মিনহাজুল ইসলাম, মাহমুদুল হাসান মিস্টার, হাফেজ মঞ্জুরুল ইসলাম।
আহতদের মধ্যে দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ১০ জন জামালপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তারা সবাই জামালপুরের জেলার মাদারগঞ্জ উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী।
স্থানীয় ও পুলিশ জানায়, শনিবার সকালে মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নেয়ার জন্য মাদারগঞ্জ উপজেলা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারগঞ্জ উপজেলার একটি টিম যাত্রা করে। সকালের দিকে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বানিয়াজান বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ১২ জন যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে জামালপুর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।