চাঁদপুরের কচুয়া উপজেলায় নুরুল হক (৪৫) নামের এক কাপড় ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার রাতে উপজেলার বিতারা ইউনিয়নের উত্তর বিতারা গ্রামের প্রতিবন্ধী জাহাঙ্গীর খলিফার বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত নুরুল হক উত্তর বিতারা গ্রামের খলিফা বাড়ির মৃত সুলতান আহমেদের ছেলে।
নিহত নুরুল হক প্রবাসী শুকুর আলীর স্ত্রী ফাতেমা আক্তারের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। এ নিয়ে এলাকাজুড়ে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। দেশে ফিরে এসে বিষয়টি জানতে পেরে স্ত্রীকে তালাক দেন শুকুর আলী। এরপর থেকেই শুকুর আলীর সঙ্গে নুরুল হকের বিরোধের শুরু হয়। ধারণা করা হচ্ছে, এই বিরোধের জের ধরেই হত্যাকাণ্ড ঘটেছে।
নিহতের স্ত্রী জাহানারা বেগম বলেন, শনিবার রাতে শুকুর আলী, জালাল ও জাহাঙ্গীর মিলে আমার স্বামীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে রাতে ঘরে না ফেরায় খোঁজ নিতে গিয়ে জাহাঙ্গীর খলিফার নতুন বাড়িতে স্বামীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখি। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। নিহতের স্ত্রী জাহানারা বেগম বাদী হয়ে মামলা করেছেন। তার সাক্ষ্যের ভিত্তিতে জালাল উদ্দিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে, অন্য দুইজনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়।