যেসব বিদেশি নাগরিকরা ৩০ দিনের বেশি যুক্তরাষ্ট্রে রয়েছেন তাদের অবশ্যই সরকারের কাছে নিবন্ধন করতে হবে। নির্দেশনা মানতে ব্যর্থ হলে জরিমানা এবং কারাদণ্ড হতে পারে। এ বিষয়ে ট্রাম্প স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন, ‘এখনই চলে যান এবং স্বেচ্ছায় ফিরে যান নিজ দেশে।’
তবে এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে ভিসা যেমন এইচ ওয়ান বি বা স্টুডেন্ট পারমিটের ওপর সরাসরি প্রভাব ফেলবে না। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ পোস্টে বলেছে, স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ায় নিরাপদ। আপনার ফিরতি ফ্লাইট বাছাই করে নিজ উদ্যোগে যুক্তরাষ্ট্র ত্যাগ করুন। এছাড়া নিজের ইচ্ছায় ফিরলে যুক্তরাষ্ট্রে আয় করা অর্থ সঙ্গে নেওয়া যাবে বলেও জানিয়েছে মার্কিন প্রশাসন।
কিন্তু কেউ যদি অবৈধভাবে অবস্থান করতে থাকেন তাহলে তাদের কঠোর জরিমানা ও হেনস্তার মুখোমুখি হতে হবে বলে সতর্ক করা হয়েছে। কোনো সুযোগ না দিয়ে তাৎক্ষণিকভাবে নিজ দেশে ফেরত পাঠানো হবে তাদের। তবে অবৈধ অভিবাসীরা স্বেচ্ছায় ফিরে যাওয়ার ইচ্ছা পোষণ করলে এবং তাদের আর্থিক সমস্যা থাকলে মার্কিন সরকার বিমান ভাড়া দিয়ে সাহায্য করবে।
নির্দেশনায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ছাড়ার চূড়ান্ত আদেশ পাবার পর নিজ দেশে না ফিরলে দিন প্রতি ৯৯৮ ডলার জরিমানা হবে, যা বেড়ে ৫ হাজার ডলার পর্যন্ত হতে পারে। এ ছাড়া বিধান রয়েছে কারাদণ্ডেরও এবং ফেরত পাঠানো অভিবাসীরা কখনই আর বৈধ উপায়ে মার্কিন ভূখণ্ডে ফিরতে পারবেন না।